বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লায়ন সংঘের দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ডিসেম্বর) ডোমার পৌরসভার ১নং ওয়ার্ডের কলেজপাড়া লায়ন সংঘের আয়োজনে শালকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। লায়ন সংঘের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা পৌরসভা কমান্ডের কমান্ডার ইলিয়াস হোসেন, জেলা কমান্ডের সহকারী কমান্ডার সহিদার রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু, প্যানেল মেয়র সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী শেখর চন্দ্র সাহা, বিজয় ঘোষ, মিন্টু সাহা, অমুল্য চন্র সাহা, আব্দুল হাই, পৌরসভার কাউন্সিলর মোঃ আলম, রুবেল ইসলাম,আনারুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, আব্দুল জলিল, হেলাল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও দিনাজপুরের শিল্পীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।