মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধিঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ডোমার পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে স্বরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।বক্তব্য রাখেন, প্যানেল মেয়র সেলিম রেজা, প্যানেল মেয়র-২ অহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, মিজানুর রহমান তুলু, সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, রওশন রশিদ, পৌরসভা বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ব্যবসায়ী শেখর চন্দ্র সাহা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম নাহিদ, সাংগঠনিক সম্পাদক গনেশ কুমার আগরওয়ালা, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, শ্রমিক নেতা মেরাজুল হক পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক উজ্জ্বল কানজিলাল প্রমূখ। মরহুমের আত্বার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাহমুদ বিন আলম।উল্লেখ্য যে, চিকনমাটি গ্রামের মৃত বাবুলু রহমানের ছেলে পৌর কাউন্সিলর রুবেল ইসলাম (৩৩) গত ১৭এপ্রিল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রংপুর থেকে ডোমার আসার পথে জলঢাকা উপজেলার তিনবট ও ছলেমানের চৌপতি নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।