মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধি প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্ত্রীর মর্যাদা পেতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়ে থানায় অভিযোগ করেছেন বানু বেগম নামের এক মধ্য বয়সী নারী। বুধবার ডোমার থানায় করা অভিযোগে জানা গেছে, ডোমার উপজেলার বেতগাড়া বড় মসজিদ পাড়া গ্রামের ওয়ারেজ আলী ওরফে দুলাল হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী বানু বেগম (৪৫) এর সাথে একই গ্রামের সাহেব আলীর ছেলে দুই সন্তানের জনক সাদেকুল ইসলাম (৪৫) পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তাদের পরকীয়া প্রেমকে স্বীকৃতি দিতে বানু বেগম তার স্বামী ওয়ারেজ আলী ওরফে দুলালকে গত ০৫/০৫/২০২২ইং তারিখে নীলফামারী নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে এক তরফা তালাক প্রদান করে সাদেকুল ইসলামের সাথে গত ২২/০৮/২০২২ইং তারিখে নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিষয়টি দীর্ঘদিন যাবত গোপন থাকলেও গত ঈদুল ফিতরের আগের দিন বানু বেগম স্ত্রীর দাবী নিয়ে সাদেকুল ইসলামের বাড়িতে অবস্থান নেয়। এ সময় সাদেকুলসহ তার পরিবারের লোকজন বানু বেগমের উপর শারীরিক নির্যাতন চালালে এলাকাবাসী ৯৯৯নাম্বারে ফোন করলে পুলিশ এসে বানু বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করানোর পরামর্শ দেন। এ ঘটনায় বানু বেগম বুধবার ডোমার থানায় সাদেকুল ইসলাম তার বাবা সাহেব আলী, মা জাহানারা বেগম, স্ত্রী মুক্তি বেগম এবং কাছুয়া মামুদের ছেলে আইবুল ইসলামের নামে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী অফিসার ডোমার থানার এ এস আই হাবিব জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।