প্রকাশের সময় : ঢাকা, শনিবার ১৬ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ,৩০ মার্চ, ২০২৪খ্রিস্টাব্দ,১৯ রমজান ১৪৪৫ হিজরি,আপডেট :১১:২০:৩০পিএম.
মোহাম্মদ সাইদ ( স্টাফ রিপোর্টার): রমজানের অতিগুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো ইফতার। মুমিনের জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনরা সারাদিন রমজানে রোজা রেখে ইবাদতে আনন্দ লাভ করেন ইফতারের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় ঢাকাস্থ পাবনা চাটমোহরের কর্মরত সরকারী- বেসরকারী কর্মকতাদের সংগঠন “নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধায় (২৯ মার্চ) ১৮ রমজান ঢাকার মিরপুর ১০, পিযাংকিং চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল উপস্হিত ছিলেন,ঢাকাস্হ সমাজ বাজার তথা নিমাইচড়া ইউনিয়ন, ডাক্টার,ইন্জিনিয়ার,পুলিশ অফিসার,ব্যাংক কর্মকর্তা, বড় গ্রুপ অব কোম্পানীর অফিসার,এফসিএ,সেনা,নৌ ও বিমান বাহিনী কর্মকর্তা,ঔষধ কোম্পানী মালিক,ও স্হায়ী বসবাস কারীরা।
দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঢাকায় বসবাসরত খেলোয়াড় ও ছাএসমাজ মিলে দীর্ঘদিন যাবত গড়ে তুলেছে সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন “ঢাকাস্থ নিমাইচড়া ইউনিয়ন কল্যাণ পরিষদ।
সংগঠনের সকলের লক্ষ্য গরীব দুঃখি জনগণের জন্য সহযোগিতা প্রদান সহ নানাবিধ সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করাই সংগঠন এর ধারাবাহিক কাজ। চিকিৎসা সহায়তা, সঠিক চিকিৎসার জন্য নিয়মিত খোঁজ খবর রাখা, বেকার সমস্যার সমাধানে কাজ করা, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা।ইফতারের পূর্ব মূহুর্তে সকলের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করা হয় ।
ইনশাআল্লাহ আগামীতে আমাদের কাজ হবে ঐক্য, সেবা ও মানবতার পাশে সঠিক সময় এগিয়ে আসা। আল্লাহ আমাদের কবুল করুন।