Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্মরত মোহাম্মদ জাকারিয়া হোসাইন তেরো...

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্মরত মোহাম্মদ জাকারিয়া হোসাইন তেরো লক্ষ ৭৯ হাজার ৮৮৫ টাকা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে,,,শামসুল আলম শামস সলংগা থানা প্রতিনিধি দৈনিক অপরাধ দমন।

মোহাম্মদ রেজাউল করিম, পিতা মৃত: শাহজাহান আলী মোল্লা গ্রাম:ইসলামপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ, তিনি জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্মরত মোহাম্মদ জাকারিয়া হোসাইন পিতা-মৃত আব্দুল কুদ্দুস সাং পাইকপাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ সে তেরো লক্ষ ৭৯ হাজার ৮৮৫ টাকা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে, রেজাউল করিম জানান, ডেসকো কোম্পানির কর্মরত মোহাম্মদ জাকারিয়া হোসেন কে বালু এবং পাথর বাবদ ৩০,৮৯,৮৮৫( ৩০ লক্ষ ৮৯ হাজার ৮৮৫ টাকা মূল্য বাবদ বালু এবং পাথর গ্রহণ করে। এরমধ্যে রেজাউল করিমকে (১৭ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করিয়াছে) বাকি ১৩ লক্ষ ৭৯ হাজার ৮৮৫ টাকা এখনো প্রদান করে নাই। উক্ত টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে এবং মারধর করার হুমকি দেয়।তাকে বারবার টাকার ব্যাপারে তাগিদ দিলে মৃত্যর হুমকি দেয়। এমত অবস্থায় নিকটস্থ থানা উল্লাপাড়া মডেল থানা ২৪/০৫/২০২৩ অভিযোগ করেন । তারপর ফোনের মাধ্যমে পারিবারিকভাবে বসার সিদ্ধান্ত গ্রহণ করে এক পর্যায়ে পারিবারিকভাবে দুই পক্ষ সামাজিকভাবে আলোচনা করে, সবার সামনে টাকা দেবার জন্য এক মাসের সময় নেয়। কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পর উক্ত টাকা প্রদান করে না। টাকার জন্য চাপ দিলে, মাত্র ৩০০০০ টাকা পাঠাইয়া দেয়। এরপর তাকে বারেবারে ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করেন না, তার অফিসে গেলে হুমকি ধামকি দিয়ে বের করে দেয়। এখনো পর্যন্ত বাকি টাকাগুলো উত্তোলন করতে খুবই কষ্ট হচ্ছে। এর ফলে পরিবার পরিজন নিয়ে বসবাস করা খুব কষ্টকর হচ্ছে। রেজাউল করিম আইনের উর্ধ্ব কর্মকর্তার কাছে সহযোগিতার জন্য আবেদন করছেন। উক্ত ঘটনার সাক্ষী ০১। কে এম রেজাউল করিম চাতক) পিতা মৃত আব্দুল কুদ্দুস সাং নেওয়ার গাছা উল্লাপাড়া সিরাজগঞ্জ)০২।মোহাম্মদ ইদ্রিস আলী পিতা মৃত আজগর সরকার পাইকপাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ। ০৩।মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাঁশি পিতা মৃত আব্দুর রাজ্জাক চক ত্রিফল গাতি উল্লাপাড়া সিরাজগঞ্জ।

মোহাম্মদ আলী জিন্নাহ
মোহাম্মদ আলী জিন্নাহ
রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ | ০১৭১৯-৮৩১২৬৯
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments