এসএম রুবেল ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো।
গত বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুর আনুমানিক ১ টার দিকে নিজ বাসাবাড়ি থেকে পার্শ্ববর্তী মসজিদ নামাজের উদ্দেশ্য বের হন রাজশাহীর জামিয়া দারুলউস মাদ্রাসার হাফেজ মোঃ শাওন ইসলাম কালিম (১৪) ছেলেটি রাজশাহীর শাহ মখদুম থানা এরিয়ার বড়বোনা গ্রামের নতুন চকপাড়ার ১৭ নাম্বার ওয়ার্ডের মোঃ কামাল হোসেনের ছেলে,হাফেজ মোঃ শাওন ইসলাম কালিম,ছেলেটিকে আজ অব্দি দুদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না এমতাবস্থায় ছেলেকে খুজে পেতে বিশেষ করে পরিবার ও সেখানকার স্থানীয় আত্মীয়-স্বজনদের ব্যাপক তোলপাড় প্রতিমুহূর্তে গুঞ্জন হয়ে দাবিয়েছে। অন্যদিকে ছেলেটিকে খুঁজে পেতে সকল সোশ্যাল মিডিয়া সাধারণত জনগণের প্রতি বিনীতভাবে অনুরোধ জানান তারা। এদিকে ছেলেটির সন্ধান দাতাকে অবশ্যই পুরস্কৃত করা হবে বলে জানান তারা। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে নিচের দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 01976609323 বাবা কামাল হোসেন অরফে( সানাল) রাজশাহী।