অসহায় দিনমজুরি আব্দুল মাজেদ আপনাদের সহযোগিতায় বাঁচতে চাই।
হুমায়ুন রুবেল
স্টাফ রিপোর্টার।
কক্সবাজার জেলা রামু উপজেলা খুনিয়া পালংয়ের গোয়ালিয়ার বাসিন্দা দিনমজুরি অসুস্থ আবুল মাজেদ,দিনের পর দিন যেন অনিশ্চিয়তায় কাটছে দিন দুঃখী আব্দুল মাজেদের সংসার।
ছোট্ট দুইটি শিশুরাও জেনে গেছে তাদের বাবাকে যেন এ-ই হারাতে বসেছে তারা।অন্তঃহীন অশ্রু ছেড়ে দুই নয়নে বাবার জন্য আকুতি সাহায্যের চেয়ে বসে আছে। তাদের চোখে জলে বলছে আপনাদের সহযোগিতা যেন আমার বাবা বাঁচতে পারবে ।
২/৩ বছর ধরে রোগে ভোগছেন আব্দুল মাজেদ।গেল ৬/৭ মাসে শারীরিক অবস্থার এতই অবনতি হয়েছে যে পরিবারের একমাত্র আয়রোজগারের অবলম্বন যেন থেমে গিয়েছে।ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার খরচও মিটাতে অক্ষম তারা।
বড় মেয়ের বিয়ে হলেও আরও দুই মেয়েকে চট্টগ্রামে গৃহস্থালির কাজে চাকরি করতে হচ্ছে।
পায়ুপথে অনিয়ন্ত্রিত রক্তপাতে যেন পুরো মাজেদের পরিবারকে নিশ্চল করে দিয়েছে।হেফজখানায় পড়ুয়া বড় ছেলে ছোট্ট শিশুটিরও চোখে যেন অজানা আর্তনাদ।ছোট ছেলে নইমের পড়াশোনাও আটকে আছে। যতটুকু সামর্থ ছিল সব চিকিৎসায় খরচ হয়েছে,ধার দেনাও বেড়েছে।তাই গৃহীনি রাজিয়া বেগম পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে পরিবারের দু-মুটো অন্ন যোগাচ্ছে।
রামুর খুনিয়াপালং ইউনিয়নের, ৮ নং ওয়ার্ড পশ্চিম গোয়ালিয়াপালং ঘোনার পাড়ার গাপি মসজিদের পাশেই এ অসহায় পরিবারটির বসবাস।স্বদেশ ও প্রবাসি ভাইদের একটু সাহায্য যেন প্রান ফিরিয়ে দিতে পারে আব্দুল মাজেদের।
হেফজ পড়ুয়া শিশুটির মুখে বাবা ডাক ফুটতে পারে আকাশ বাতাসে মানবতার বার্তা ছড়িয়।
মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য।তাই আসুন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন- আব্দুল মাজেদের চিকিৎসায়।
আত্মীয় না হয়েও পরম আত্মার বন্ধনে জড়িয়ে এ পরিবারের একমাত্র অবলম্বনকে দ্রুত সুস্থ করতে আপনাদের সাহায্যের জন্য ছোট্ট শিশুদের বুকফাটা আকুতি আপনার কর্ণে পৌছে দিতে এ ক্ষুদ্র প্রয়াস।
মানবতা বাচলে,ধরনি বাচবে,আর ফুল ফুটবে মনের আঙিনায়।
01851527178 (বিকাশ পার্সোনাল
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।