সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বান্দাইখাড়া বাজারে কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দাইখাড়া ডিগ্রী কলেজে উপজেলার মধ্যে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলামের অনিয়ম ও দূর্নীতির কারণে বর্তমানে কলেজটি অন্ত:সার শুন্য হয়ে পরেছে। কলেজে ভবন নির্মানে দূর্নীতি, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি'র হিসাব না দিয়ে আত্মসাৎ করে যাচ্ছেন। তাই দ্রুত তাদের অপসারন করে বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয়দের মধ্যে ইয়াকুব আলী সরদার, আনোয়ার হোসেন ও কলেজের শিক্ষার্থী রাকিব হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়। তাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।