Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবিশেষ সংবাদনওগাঁয় আগামীকাল প্রাথমিক বিদ্যালয় বন্ধ, খোলা থাকছে মাধ্যমিক

নওগাঁয় আগামীকাল প্রাথমিক বিদ্যালয় বন্ধ, খোলা থাকছে মাধ্যমিক

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা। গত দুইদিন থেকে তাপমাত্রা কমছে এ জেলায়। শনিবার সকাল ৯ টায় নওগাঁর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। এ কারণে জেলার প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান। এদিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমবেশি হওয়ায় দুপুর পর্যন্ত বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্কুল-মাদ্রাসা বন্ধের দাবি জানান জেলা শিক্ষক সমিতির নেতারা। নওগাঁর বদলগাছী কৃষি পর্যবেক্ষণাগার আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় শুন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার সকাল ৬ টায় রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পরে তা কমে সকাল ৯ টায় দাঁড়িয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং তাদের নিরাপত্তার জন্য জেলার সব প্রাথমিক বিদ্যালয় আগামীকাল রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, সকালে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও সকাল ১০টার দিকে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে তাই জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তিঁনি আরও বলেন, এনসিটিবি থেকে ভার্চুয়ালভাবে আমাদের জানানো হয়েছে এই বৈরী আবহাওয়ার কারণে যে কয়দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেদিনগুলোর পরিবর্তে পরবর্তীতে কোন শনিবারে এই ক্লাসগুলো পুষিয়ে দিতে হবে।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments