রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর,আত্রাই উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় এক লক্ষ ৪২ হাজার ৫৯০টি চারা বিতরণ করা হয়েছে। গ্রামিণ ব্যাংক নওগাঁ এরিয়ার উদ্যোগে গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত জেলার ১৪টি শাখায় ৪৭হাজার ৫৩০জন সদস্যদের মাঝে এই চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ঠরা জানান,মাননীয় প্রধান মন্ত্রী শেখ
হাসিনার ঘোষনা বাস্তবায়নে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে গাছের চারা বিতরণ কর্মসূচী হাতে নেয় গ্রামিণ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ১৪টি শাখার আওতায় প্রতিটি সদস্যদের মাঝে তিনটি করে গাছের চারা বিতরণ হয়। এসব চারার মধ্যে মেহগনি,আম,পেয়ারাসহ ফলজ,বনজ ও ওষুধি গাছ রয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী শাখায় গাছ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ এরিয়ার এরিয়া ম্যানেজার মহিউদ্দীন আহমেদ। এতে সভাপতিত্ব করেন অত্র শাখার শাখা ম্যানেজার মসলেম উদ্দীন। এসময় শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং শাখার আওতায় সদস্যরা উপস্থিত ছিলেন।