Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবিশেষ সংবাদনওগাঁয় পত্নীতলাই হেরোইন সহ ০২ মাদক কারবারি আটক

নওগাঁয় পত্নীতলাই হেরোইন সহ ০২ মাদক কারবারি আটক

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর জেলার পত্নিতলা থানা এলাকা হতে মাহিন্দ্র ট্রাক্টরে করে অভিনব কায়দায় হেরোইন পরিবহনকালে বিপুল পরিমাণ হেরোইন সহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প । আজ র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প । র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাত সাড়ে দশটায় নওগাঁ জেলার পত্নিতলা থানাধীন ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয় এবং মাহিন্দ্র ট্রাক্টরটি তল্লাশী করে ট্রাক্টরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চাপাইনবাগঞ্জ জেলার সদর থানার কছিম উদ্দিন টোলা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) এবং গিধনীপাড়া গ্রামের -মোঃ মোন্তাজ আলী মন্টুর ছেলে মোঃ লিটন মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ এলাকা হতে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়ারসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে। পরবর্তিতে গ্রেফতারকৃদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করতে মাদকদ্রব্য নিয়ত্রন আইন-২০১৮ অনুযায়ী জেলার পত্মিতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments