সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২ ছাত্র। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের মেলান্দি গ্রামের মেহেরাজ হালদারের ছেলে এবং আহত অয়ন হালদার (১৫) ও শান্ত ইসলাম (১৬) একই গ্রামের বাসিন্দা। তারা সকালেই বেলনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, তারা বিকেলে প্রাইভেট পড়ার পর একটি মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মিলে মান্দা উপজেলার কুসুম্বা মসজিদে বেড়াতে আসেন। সেখান থেকে ফেরার পথে মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায়।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে অয়ন হালদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।