সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় মহাদেবপুর উপজেলার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও সহকারী সাব ইন্সপেক্টর মোঃ শাহীন আলম খান এর রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় ও নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয় কর্তৃক পুরস্কার গ্রহণ।
অদ্য ০৪/০৩/২০২৫ তারিখ নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় মহাদেবপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস জাহিদুল হত্যা মামলা ও বদলগাছি থানায় সংঘটিত পুলিশ পরিচয়ে ছিনতাই এ ক্লুলেস মামলায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় কর্তৃক মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া গত ২২/০২/২০২৫ তারিখে পত্নীতলার মধুইল-সাপাহার রোডে সংঘটিত বিআরটিসি বাস ডাকাতির ক্লুলেস ও বহুল আলোচিত মামলার রহস্য উদঘাটন, মামলার সাথে জড়িত ০৬ জন ডাকাত গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
মামলাটির রহস্য উদঘাটন, ডাকাতদের গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার ও মাইক্রোবাস জব্দের মত জটিল কাজ সম্পাদনের জন্য মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও সহকারী সাব ইন্সপেক্টর মোঃ শাহীন আলম খানকে পুলিশ সুপার মহোদয় পুরস্কার প্রদান করেন।