Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবিশেষ সংবাদনওগাঁয় রাতের আঁধারে আতর্কিত হামলা থানায় অভিযোগ

নওগাঁয় রাতের আঁধারে আতর্কিত হামলা থানায় অভিযোগ

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সুরকালী বাজারে রাতের বেলা আঁধারে আতর্কতভাবে হামল থানায় অভিযোগ দায়ের করএক ভুক্তভোগী। অভিযোগকারী উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামের খোরশেদ আলম (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খোরশেদ আলম গত ২৩ সেপ্টেম্বর কোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুলের জানাযার নামাজ শেষে নতুন মোটরসাইকেল কেনার জন্য তার পূর্বের পৈত্রিক বসতবাড়ি উপজেলার চকবোয়ালি গ্রামের জোত সম্পত্তি বন্ধক রাখিয়া ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে বর্তমান বাড়ি দরিয়াপুর গ্রামের দিকে আসার পথে সুরকালি বাজার নামক স্থানে রাত ৯ টায় সময় জুয়েলের দোকানের সামনে পৌঁছা মাত্রই ১ নং বিবাদী আলমগীর হোসেন (৩৫) এ-র হাতে থাকা ইউক্যালিপ্টাসের কাঁচা ডালের লাঠি নিয়ে ২ নং বিবাদী ফয়জাবাদ গ্রামের আব্দুস সামাদের ছেলে উজ্জ্বল হোসেনকে বলে এই বার সালা আসছে শালাকে প্রাণে মেরে শেষ করে দাও। হুকুম পাওয়া মাত্রই উজ্জ্বল হোসেনের হাতে থাকা গাছের ডালের লাঠি দ্বারা উভয়েই হত্যার উদ্দেশ্যে বাদীর মাথায় বারবার আঘাত করিলে বাদী ডান হাত দিয়ে আঘাত প্রতিহত করার চেষ্টা করলে হাতের তিনটি আঙুল ভেঙে যায়। পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা আরো ১০/১২ জন অপরিচিত মুখে কাপড় বাধা লোককে উদ্দেশ্য করে বিবাদীরা মারতে বললে তারা এলোপাতাড়ি ভাবে মারিতে লাগিলে বাদী মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। এসময় তার কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা, পকেটে থাকা poco-c ৩১ মডেলের এ্যন্ডুয়েট মোবাইল ফোন যাহার মূল্য ১৪ হাজার পাঁচশ টাকা এবং তার হাতে থাকা ক্যাসিও হাতঘড়ি যাহার মূল ৮’শ পঞ্চাশ টাকার মালামাল সিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন।
পরবর্তীতে ঘটনার সাক্ষী রামপুর গ্রামের হেলাল উদ্দিন, দরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও মামুন সোনার তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন এবং নিরাপত্তা স্বার্থে নিকটস্থ বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানোর সিদ্ধান্ত নিলে কেউ কেউ বলে এত রাতে সুরকালি বাজারের উপরদিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া ঠিক হবেনা। পুনরায় হামলার ভয়ে যথারীতি পরদিন সকালে তাকে ভর্তি করা হয়।
হাসপাতালে প্রত্যক্ষ করে দেখা যায়, খোরশেদ আলম বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ১নং বিছানায় আহত অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। যাহার রেজি নং ৩৮৭/২৫। এছাড়াও তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও ডান হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত বেন্ডেজ বাধা অবস্থায় আছে।
অভিযোগে উল্লেখিত ১ নং বিবাদীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খোরশেদ আলম বড়ি ব্যবসায়ী। সে বহুদিন ধরে পাইকারি ইয়াবা বড়ি বিক্রি করে, তাকে ঘটনার কয়েকদিন আগে সাবধান করা হয়েছিল। সেদিন তার কাছে বড়ি পাওয়া গিয়েছে বিধায় তাকে মারপিট করা হয়েছে, বাজারের সবাই এ বিষয়ে জানে। কতগুলো বড়ি পাওয়া গিয়েছিল এবং বড়িগুলো কি করা হয়েছে জিজ্ঞেস করলে বলেন, মোটামুটি কয়েকটি বড়ি পাওয়া গিয়েছে এবং তা পুড়ে ফেলা হয়েছে। কারা পুড়ছে এবং তাদের নাম ঠিকানা জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোন তথ্য দিতে পারেননি।
অপর ২ নং বিবাদীর কাছে মারপিট এবং ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে মারপিটের কথা স্বীকার করে বলেন, আরো কয়েকজন মারছে। টাকা মোবাইল আমরা নেই নি জানিও না। আপনারা কি লিখবেন লিখেন আমি কি মন্তব্য দিবো! আপনারা কি করতে আসছেন করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একই বাজার এলাকার সালাম, সাইফুল ইসলাম, মোখলেস, কুদ্দুসসহ আরো অনেকে বলেন, সেদিন তাকে প্রচন্ড মারপিট করেছে। তার কাছে কোন বড়ি পাওয়া যায়নি। বাজারে কোন বড়ি পোড়ানোও হয়নি।
অভিযোগে উল্লেখিত ঘটনার সাক্ষীগণ ঘটনার সকল তথ্য স্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান।
উক্ত অভিযোগের তদন্তকারী অফিসার এস আই মনিরুল ইসলামর সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত চলমান রয়েছে। ঘটনার সত্যতা আমরা পেয়েছি। তবে ঘটনা কে ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়।
অভিযোগ প্রাপ্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জাহান আলীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments