সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
দুর্নীতির অভিযোগে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ডা: মো. আব্দুল কুদ্দুস, ডা: রুবেল হোসেন ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য স্টাফরা। বৃহস্পতিবার নওগাঁ-নাটোর সড়কের ঢাকা রোডে নওগাঁ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
এক দফা এক দাবীতে প্রায় ঘন্টাকাল ব্যাপী চলা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কলেজের জমিতে উৎপাদিত ফসল ও অর্থ আত্মসাত এবং বিভিন্ন সুবিধা প্রদানের আশ্বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এসময় ওই শিক্ষকদের দ্রুত অপসারণ ও বিচারের দাবী জানান সকল শিক্ষক, শিক্ষার্থী, অন্যান্য স্টাফ ও অভিভাবকরা।
এসময় বক্তারা বলেন, কলেজের শিক্ষক আব্দুল কুদ্দুস, মো. রুবেল হোসেন ও তাদের দোসররা কলেজের জমিতে উৎপাদিত ফসল ও অর্থ আত্মসাৎ করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রদান না হওয়া পর্যন্ত সকল শিক্ষক ও কলেজ স্টাফ কর্মবিরতির ঘোষনা দেন। মানববন্ধন চালকালে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক মো. সেকেন্দার আলী, হেলেনা আক্তার, মো. জাহাঙ্গীর আলম ও সাগর স্যান্যাল এবং শিক্ষার্থীদের মধ্যে হেলাল উদ্দিন, ফতেমা আক্তার, সুমাইয়া আক্তার ও মোছা. আশা।
শিক্ষক মো. সেকেন্দার আলী বলেন সম্প্রতি কলেজ পরীক্ষা চলাকালিন সময় ওই দুজন শিক্ষক কর্তব্যরত অবস্থায় অধ্যক্ষের নামে বিভিন্ন মিথ্যে, বানোয়াট ও মনগড়া ভিত্তিহীন অভিযোগের লিফলেট পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরন করেন যা রীতিমত পরীক্ষার্থীদের পরীক্ষার চরম বিঘ্ন ঘটায়। তাদের এহেন হীন, প্রতিষ্ঠান বিরুদ্ধ আচরণের কারণে সকল শিক্ষক, অফিস স্টাফ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও এলাকার সচেতন জনসাধারণ উক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ শাস্তি এবং কলেজ হতে বহিস্কারের দাবী জানাচ্ছি।
এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক ডা: মো: আব্দুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পন্ন মিথ্যে ও বানোয়াট। বরং অধ্যক্ষ ও তার দোসররা তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ঢাকতেই মূলত এমন মানববন্ধন করেছে। আমরা শতবার ওই দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে তথাদিসহ লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু প্রভাবশালী অধ্যক্ষ সেই সব অভিযোগ গুলোকে আলোর মুখ দেখতে দেননি। আমরা বঞ্চিতরা দ্রুত দুর্নীতিবাজ অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত দাবী করছি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।