সুমন কুমার বুলেট নওগাঁ জেলা জুলহাস খান মহাদেবপুর উপজেলাঃ
নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলায় অটো রিক্সা ও অটো চার্জার ভ্যান ছিনতাই এর ঘটনায় তিনজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল কেনা-বেচার সাথে জড়িত থাকায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আলফা ২ ফারজানা হোসেন ডাকাতদের গ্রেফতার ও উদ্ধারকৃত মালামাল ও সাপাহার উপজেলার বহুল আলোচিত জামায়াত সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতন প্রধান আসামী ধৃত ডাকাত মো. সেলিমসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন।
তিনি আরও বলেন, জেলায় যেকোনো ধরনের অপরাধ ঘটলে আমাদের নওগাঁ জেলা পুলিশ সব সময় জনগণের নিরাপত্তার জন্য অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছে। তবে জনগণকেও সজাগ থাকতে হবে। সন্ধ্যাবেলায় কোনো এলাকায় যদি অপরিচিত লোকজন ঘোরাফেরা করে আপনাদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিবেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৩ এপ্রিল সাপাহার ও ২৫ এপ্রিল পোরশায় চার্জার চালককে মারধর করে অটো রিক্সা ও অটো চার্জার ভ্যান ছিনতাই করে একই সংঘবদ্ধ ডাকাত দল।
আটকৃতরা হলো পোরশা উপজেলার সোভাপুর আব্দুল হামিদের ছেলে আব্দুর রাজ্জাক, সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে মো. সেলিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার পাথরপূজা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান।
লুন্ঠিত অটো চার্জার ভ্যান/টমটম ক্রয়-বিক্রয়ের সহিত জড়িত সদস্যদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ শহিদ খান (৩৪), পিতা-মোঃ আলম খান, ২। মোঃ কাওছার আলী মৃধা (২৪), পিতা-মোঃ পরেশ আলী মৃধা, উভয় সাং-উত্তর কাঞ্চন, ৩। মোঃ আব্দুল মতিন মোল্লা (৫০), পিতা-মোঃ তমিজ উদ্দিন মোল্লা,
সাং-কালিকাপুর, ৪। মোঃ জিয়াউর রহমান (৪২), পিতা-মৃত ময়েন উদ্দিন, সাং-কামারকুড়ি, ৫। মোঃ আজিজুল মন্ডল (৬৪), পিতা-মৃত সোলায়মান মন্ডল, সাং-শ্রীরামপুর, সর্ব থানা-মান্দা, সর্ব জেলা-নওগাঁ।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
১। একটি অটো চার্জার ভ্যান
২। অটো চার্জারের ১৯টি ব্যাটারি’সহ ১৫০ কেজি ওজনের অন্যান্য যন্রাংশ।। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।