সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ-রাজশাহী মহাসড়কের সংলগ্ন জলছত্র মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় ঈদ-উল আজহা উপলক্ষে আত্মীয় বাড়ি যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির দুর্ঘটনা ঘটে আশার আলোর পরিবহন নামে বাসের সঙ্গে ধাক্কা লেগে এবং শরীর গলিত হয়ে যায়।
স্থানীয়রা আরো জানান- মান্দা উপজেলার ফেরিঘাট থেকে একটি ইজিবাইক আসছিল ঠিক অপর দিক থেকে রাজশাহী গামী একটি বিআরটিসি বাস ইজিবাইককে ধাক্কা দিলে পিছনে থাকা আর একটি রাজশাহী গামী আন্তঃজেলা বাস আশার আলো পরিবহন নামে ইজিবাইকে বসে থাকা ঐ বৃদ্ধ মহিলা রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যায়। সাথে আরো ইজিবাইককে থাকা ৪-৫ জন যাত্রী আহত হয় বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায় আমরা এখনো লাশের পরিচয় সনাক্ত করতে পারিনি, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছি।