
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে সুমন (১৮) ও আজিম (১৮) নামের দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় নিতপুর-সরাইগাছি রোডে নিতপুর ব্রিজ সংলগ্ন ইটভাটার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ও রাতে তাদের মৃত্যু হয়। নিহতরা কড়িদহ ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই মোটরসাইকেল নিয়ে সুমন ও আজিম নীতপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। তাৎকালিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে আসেন। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার সুমনের অবস্থা খারাপ হলে পথে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আজিমকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আজিমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।