সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা শাখার উদ্যোগে সনাতন বিদ্যাপীঠের বৈদিক শিক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷ (০২ সেপ্টেম্বর) শনিবার শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দিরে(শিব মন্দির)সকাল দশটায় এক দিন ব্যাপী গীতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গীতার আলো ঘরে ঘরে জ্বালো, সনাতনীদের শুদ্ধ ও সংস্কৃত ভাষায় গীতা শিক্ষা দিতে এই উদ্দেগ গ্রহণ করে সনাতন বিদ্যাপীঠ। উক্ত কর্মশালা উদ্ধোবন করেন৷অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক কুমার দেব,পীযূষ কান্তি, সভাপতি নওগাঁ পৌর পূজা উদযাপন পরিষদ,পুলক সরকার সাঃ সম্পাদক পৌর পূজা উদযাপন পরিষদ,অ্যাড.সৌমেন কুন্ডু,সুবীর দাস,মৃনাল সাহা আহবায়ক সনাতন বিদ্যাপীঠ,নওগাঁ জেলা,বিকাশ দাস যুগ্ম আহবায়ক,দীপক কুমার প্রামাণিক সহ দপ্তর সম্পাদক পৌর পূজা উদযাপন পরিষদ,নওগাঁ। উক্ত কর্মশালা সনাতন বিদ্যাপীঠ,বৈদিক শিক্ষা কার্যক্রম নওগাঁ জেলা শাখার বিশেষ সদস্যদের উদ্দেগে অনুষ্ঠিত হয়।সদস্যগণ পরিক্ষিত কুমার দেবনাথ,মানিক কুমার,পবিত্র বিশ্বাস,উৎসব দেবনাথ,শিবাশীষ সরকার,সুজয় কুমার, সুস্মিতা মন্ডল,পূজা পোদ্দার, অনামিকা রায়,আঁখি সরকার,ও রবিন বর্মন প্রমুখ৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।