সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁ জেলার পোরশায় উপজেলায় একটি আম বাগান থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-৫। এসময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
শুক্রবার দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার দয়হার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণু মূর্তি উদ্ধার করে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জেলার পোরশা থানার শিশাবাজার এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম ডিউটি করা কালিন সময়ে জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদে তেতুলিয়া ইউনিয়নের দয়হার গ্রামের একটি আমবাগানের ভিতর অভিযান চালানো হয়। অভিযানে ওই আমবাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করে র্যাব সদস্যরা। প্রায় ৮ইঞ্চি উচ্চতার বিষ্ণু মূর্তিটির ওজন প্রায় ১২.৩ কেজি। যার মূল্য আনুমানিক ৪০লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে অভিযান চালানো হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার বিষ্ণু মূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষ্ণু মূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।