সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলায় ফাজিলপুর গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউপির ফাজিলপুর গ্রামে এ বিক্ষোভ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীদের একজন মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, উপজেলার সদর ইউপির ফাজিলপুর মৌজার জে এল ১৩১ নং খতিয়ান ১৩৮২ নং ৫ শতাংশ ভূমি কবলা সূত্রে খাজনা খারিজ পরিশোধ করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসতেছি। হঠাৎ একদিন মো: ফজলুর রহমান ও তার ছেলে ফুলবাবু ৫ শতাংশ ভূমি দখল করার জন্য ভূমিতে থাকা ১০০ টি কলার গাছ কেটে ফেলে এবং উক্ত সম্পত্তিতে জোরপূর্বক ভাবে পাওয়ার ট্রাক্টর দ্বারা হাল চাষ করে। আমি সহ আমার পরিবারের লোকজন উক্ত বিষয় জানতে পেরে সম্পত্তিতে গিয়ে বাধা নিষেধ করিলে বিবাদীদ্বয় আমাদের কারো কথা না শুনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কোর্টে আমাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা করেন।
প্রতিবেশী আজাদ হোসেন বলেন, ফজলুর রহমানের কাজই মানুষকে হয়রানি করানো। কারণে অকারনে গ্রামের মানুষদের নামে তিনি মিথ্যা মামলা করেন। এই মামলা করা এটা একটি তার নিশাই পরিণত হয়েছে। এই গ্রামের একাধিক পরিবারের নামে তিনি মামলা করেছেন। মামলার ভুক্তভোগীদের মধ্যে, মৃত আয়েজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৬৫),আপন ভাই সখাতুল্লাহর ছেলে ইদ্রিস আলী (৬০),মহাফিজুলের ছেলে রাকিবুল (২৫),এলাহি বক্সের ছেলে আব্দুল জলিল (৫৫),বশির উদ্দিনের ছেলে আসির উদ্দিন (৮০),ইদ্রিস আলীর ছেলে মাহাফিজুল (৪০) ও তছির উদ্দিনের ছেলে আকবর (৭৫) প্রমুখ। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও অন্তবর্তকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার ও হয়রানিকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।