সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুর সদরের আত্রাই নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫০ মিটার করে লম্বা ২৪টি নিষিদ্ধ রিংজাল (চায়না দুয়ারী) জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় উপস্থিত ছিলেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা লোকজন জাল ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, নিষিদ্ধ এই রিং জালে ধরার উপযুক্ত নয় এমন মাছের পোনাও ধরা পড়ে এতে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত হয় এবং পরবর্তী সময়ে নদী ও জলাশয় মাছশুন্য হয়ে পড়ে। উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আত্রাই নদীতে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ ধরা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে গত ১১ আগষ্ট এ পত্রিকায় মহাদেবপুরে আত্রাই নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার শিরোনামে একঠি সচিত্র সংবাদ প্রকাশের পর ১৪ আগষ্ট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় আত্রাই নদীতে অভিযান চালিয়ে ৩০টি রিং জাল জব্দ করে পুড়িয়ে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।