সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ১৪ মে(মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় মহাদেবপুর সদর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মহাদেবপুর - বদলগাছি (৪৮- নওগাঁ -৩) আসনের সংসদ সদস্য সুরেন্দ্রনাথ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু,উপজেলা খাদ্য নিয়ন্তক মোহাজের হাসান,মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান,মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক গুপের সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক তরফদার, বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জব্বার ও শাহিনুর ইসলাম প্রমুখ। এবার মহাদেবপুর উপজেলায় ২৮২১ মেট্রিক টন ধান,২০৩৫৬ মেট্রিক টন সিদ্ধ চাউল, ৩৪৪৪ মেট্রিক টন আতপ চাউল ও ৬০ মেট্রিক টন গম ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয়ের কার্যক্রম চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।