সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে এমপি সেলিমের ৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে৷ গতকাল (পহেলা অক্টোবর) রবিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য এবং মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম (এমপি)এর ৫৫ তম জন্মদিন। এ জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত এবং কেককাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি গোলাম নুরানি আলাল, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি,সাধারন সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ম সম্পাদক হাফিজুল হক বকুল, বাবুল ঘোষ,সহ-সভাপতি ডাঃ মজিবর রহমান, প্রভাত কুসুম ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল কুমার সাহা বুদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশারি, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, খাজুর ইওপি চেয়ারম্যান বেলাল হোসেন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, এ ছাড়া ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান, চেরাগপুর ইউপি চেয়ারম্যান, উপজেলার কৃষক লীগের সহ-সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, এবং উপজেলার দশটি ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগসহ উপজেলার আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।