সুমম কুমার বুলেট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মহাদেবপুরে খামারবাড়ি এলাকায় খড়বাহী ট্রাক উল্টে চালক সুমন (৩৩) সহ তার হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে তাদের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে চালক সুমন মিয়ার পরিচয় সনাক্ত করা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত হেলপারের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত সুমন মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার পশ্চিম কামারনাই গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার খামারবাড়ি এলাকায় খড়বাহী ট্রাকটি আসে। সেখানে উচ্চ গতিতে ট্রাকটি থাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ধারের একটি গর্তে পরে যায়। সেখানে ওই ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই চালক সুমন মিয়া ও তার সহকারির মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা থানায় সংবাদ দিলে ঘটনাস্থল পরিদর্শন শেষে থানা পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা গেলেও অন্যজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।