সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতি সহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সাধারণ জনতার মাঝে ৭ দফা দাবির লিফলেট বিতরণ করেন৷(১৪জানুয়ারি) মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার বাসস্ট্যান্ড মাছ চত্তরে উপস্থিত হয়ে লিফলেট বিতরণের আয়োজন করে ছাত্র প্রতিনিধিরা৷
ছাত্র প্রতিনিধি মো:আমিনুল হক, মোঃ সাইফুর রহমান, মো:দেলোয়ার হোসেন,মো: ইব্রাহিম ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোঃ রাব্বি,শরিফ হোসেন,মো:মাজেদুল,নাদের ইসলাম,সাকিব রহমান
উপজেলার পোস্ট অফিস মোড়,বাসস্ট্যান্ডে, (মাছের মোড়) চার মাথা,(বকের মোড়)সাধারণ জনগণ ও দোকানদারদের মাঝে ৭ দফা দাবির লিফলেট বিতরণ করা করেন৷ লিফলেট বিতরণ শেষে বাস স্ট্যান্ড
মাছ চত্তরে এই কর্মসূচির বক্তারা বলেন,বিগত ১৬ বছর পর এদেশে
ফ্যাসিবাদী সরকারকে কায়েম করা হয়েছে৷ সেই ফ্যাসিবাদীকে রুখে দিতে ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্টে গণঅবস্থান ঘটেছে৷ সেক্ষেত্রে যারা শহীদ ও আহত হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে,বাংলাদেশের বৈষম্য নিরোশনে দুই হাজার ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছে৷ আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না৷ জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নসহ ৭দফা দাবি জানান তারা৷