সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ২৫ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম ও কৃষি অফিসার কৃষিবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ। আরো বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী খাজা আব্দুর রউফ,মৎস্যজীবী শহিদুল ইসলাম ও জনতা মৎস্য আরতের স্বতাধিকারী মাছ ব্যবসায়ী খোরশেদ আলম প্রমুখ। সভার সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান। এর আগে মৎস্যচাষী, মৎস্যজীবী, মাছ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সভায় তিনজন মৎস্যজীবী ও মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়। এরা হলেন খাজা আব্দুর রউফ, আল বিরুনী ও লুৎফর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।