সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর ) সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মহাদেবপুর উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন কফিল এগ্রো ইন্ডাস্ট্রিজ লি:এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আ,স,ম সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমীর রাজশাহী মহানগরের মাওঃড,মো:কেরামত আলী।
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এই সম্মেলন উপলক্ষে জেলার ১১ উপজেলার বিভিন্ন এলাকায় থেকে এসে একত্রিত হয় রোকন সদস্যরা। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ লক্ষ করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলায় দীর্ঘ দিন পর এভাবে প্রকাশ্যে সকল রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার প্রায় ২০০০ রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উপজেলা থেকে আগত রুকনদের ভোটের মাধ্যমে উপজেলা নতুন আমির নির্বাচিত হবে।