সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন ও প্রাক্তন ছাত্র- ছাত্রী শিক্ষক সহ ঈদুল আযাহারের পরের দিন পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে, এ উপলক্ষে উপজেলার ৪০ বছরের পুরানো জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও নতুন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেন নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা। আনন্দ উল্লাস ও উৎসবের জন্য সাজানো হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয় সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বিশাল রালীর আয়োজন করা হয়৷ এরপর লটারির মাধ্যমে ২৪ জনকে পুরস্কৃত করা হয়৷ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য জনাব, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন ৪৮ নওগাঁ -৩ (এমপি)ও আরো উপস্থিত ছিলেন উপজেলার নবাগত চেয়ারম্যান জনাব, মাসুদুর রহমান মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান জনাব,সাইদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাস ইউপি চেয়ারম্যান রিপন মাহমুদ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুকুল কুমার সাহা বুদু, বিকাল ৪টায় আলোচনা ও শিক্ষক সম্মাননা করা হয়৷ সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়৷ প্রাক্তন শিক্ষার্থীরা জানায়,পুরনো এই বিদ্যালয়ে থেকে বহু শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। তারা দেশের বিভিন্ন জায়গায় সরকারি ও বেসরকারিভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনেকেই প্রবাস থেকে আসবেন। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলার আয়োজন করা হয়৷ ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাক্তন ও নতুন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা৷ সবার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে বলে স্কুল কমিটি জানান৷ বিশেষ করে ১৯৯৭ সালের শিক্ষার্থীদের সহযোগিতা ও পরিশ্রম বেশি ছিল বলেও জানান স্কুল কমিটি৷