সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের সুলতানপুর সরদার পাড়ায় দুই রাতে দুই কৃষকের পাঁচটা গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওই এলাকায় চোর আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
জানাযায়,বুধবার (২১মে)দিবাগত রাত তিনটার দিকে
সুলতানপুর সরদার পাড়া গ্রামের ইয়ার আলী
সরদারের ছেলের সুমন সরদারের গোয়াল ঘরের ইটের প্রাচির কেটে ৪টা গরু চোরেরা চুরি করে নিয়ে যায়।
অপরদিকে ওই গ্রামের একই পাড়ায় ১৮মে ভোর চারটার দিকে রমজান আলীর পুত্রের রনির একটা গরু চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনা এলাকায় এলাকায় চোর আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
এ ব্যাপারে ওসি শাহীন রেজা জানান,তদন্ত চলছে, দ্রুত ওইসব চোরদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।