এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধিঃনানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত শেষে নওগাঁর মহাদেবপুরে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী দূর্গা উৎসব।দেশের বিভিন্ন উপজেলার মতো মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার মাকে বিদায় জানানোর জন্য গত ৫ অক্টোবর সকাল থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষবেলায় দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত ছিলো ভক্তরা। ঢাকের তালে আর কাসার বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে শিশু থেকে বৃদ্ধ বয়সী সকলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভরে যায় ভক্তদের মনে, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। দুপুর থেকে ঢাক ঢোলের তালে প্রতিমা বিসর্জন দিতে সবাই হেঁটে আর ট্রাকে করে ছুটতে থাকে মহাদেবপুরের আত্রাই নদীর তীরে। ধুপ, মোমবাতি আর তেল দিয়ে মাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী দিনের সুখ শান্তি।এ সময় একে একে নদীর পানিতে বিসর্জন দেয়া হয় দেবীদুর্গা সহ সকল প্রতিমাকে। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের মতো এবারো বিজয়া দশমীর দিন বুধবার দেবী দুর্গার বিসর্জন অন্তে উপজেলা সদরের আত্রাই নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ ও নদীর তীরবর্তী স্থানে মেলার আয়োজন। উপজেলায় এবার ১০টি ইউনিয়নে ১৫৪ টি পূজা মন্ডবে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পেরে সনাতনী ভক্তবৃন্দরা অনেক খুশি সন্তোষ প্রকাশ করেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা উৎসব
RELATED ARTICLES