সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার ২ইং জানুয়ারি বিকাল তিনটায় উপজেলার বগাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়৷বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ -৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী,যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ জাতীয়তাবাদী কৃষকদল,সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদলগাছি উপজেলা শাখা, জনাব ফজলে হুদা বাবুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহাদেবপুর সদর ইউনিয়নের কৃষকদলের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান (সুমন) ,এনায়েতপুর ইউপির কৃষকদলের সভাপতি জনাব রেজাউল ইসলাম,রাইগাঁ ইউপির কৃষকদলের সভাপতি জনাব সানোয়ার হোসেন,হাতুর ইউপির কৃষকদলের সভাপতি জনাব রবিউল ইসলাম, চান্দাস ইউপির কৃষকদলের সভাপতি জনাব বাসার, খাজুর ইউপির কৃষকদলের সভাপতি জনাব ভুট্টু, সফাপুর ইউপির কৃষকদলের সভাপতি হযরত আলী,উত্তর গ্রাম ইউপির কৃষক দলের সভাপতি জনাব বিশু, চেরাগপুর ইউপির সভাপতি জনাব বেলু,ভীমপুর ইউপির সভাপতি জনাব উজ্জল হোসেন প্রমুখ।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় কৃষকের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে জাতীয়তাবাদী কৃষক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।