সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধঃ
নওগাঁর মহাদেবপুরে শনিবার ২২ জুলাই সকাল দশটায় চান্দাশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চান্দাশ ইউনিয়ন হতদরিদ্র তহবিল সংগ্রহ কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। চান্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তহবিল সংগ্রহ কমিটির সভাপতি মাহমুদান নবী রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্য চক্ষু শিবিরের উদ্বোধন করেন। চক্ষু শিবিরে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০১ জন রোগীকে বিনামূল্যে চোখের প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্য থেকে অপারেশনের জন্য ৯৮ জন রোগীকে বাছাই করা হয়। তাদের চোখের সানি অপারেশন বিনামূল্যে করা হবে। এ ব্যাপারে কমিটির প্রধান ও চান্দাশ ইউপি চেয়ারম্যান জানান, তিনি দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে বিনামূল্যে এলাকার অসহায় দরিদ্র, হতদরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে অপারেশন করে আসছেন। এর ধারাবাহিকতায় এবারও এটি করা হলো। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নওগাঁ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের নিয়মিত ডাক্তার জান্নাতুন নাঈম সিয়াম চিকিৎসা করেন। এ সময় ক্যাম্প ইনচার্জ গোলাম রব্বানী, টেকনিশিয়ান এনামুল হক, কাউন্সিলর কাকলী, সদস্য নুসরাত জাহান ও শিল্পী সহ প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা নিতে আসা উপজেলার চান্দাশ গ্রামের মৃত ডাবিন এর স্ত্রী শশিবালা, কুঞ্জবন গ্রামের কাসেম আলীর স্ত্রী রেখা,পন্ডিতপুর গ্রামের জগধরের পুত্র মাধব জানান তারা বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুবই খুশি। ###
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।