সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্বীকৃতি সহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সাধারণ জনতার মাঝে ৭ দফা দাবির লিফলেট বিতরণ করেন৷(১৩জানুয়ারি) সোমবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার কেন্দ্রীয় মসজিদ এর সামনে এক কর্মসূচির মধ্যে দিয়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃআব্দুল্লাহ আল হাসান, মোঃতৌহিদ হোসেন, মোঃ রাকিব রায়হান,মোঃ সৌরভ হোসেন জাতীয় নাগরিক কমিটির মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মোঃবেলাল হোসেন, মোঃওমর ফারুক আরেফিন,মোঃহাসান,মাহবুবুর রহমান,মেসাঃ নয়ন জান্নাত,মোঃশহিদ আলম,মোঃআরিফ হোসেন,হাফেজ মোঃ আমিনুর,মোঃ ইসমাইল হোসেন,জুনায়েদ হোসেন, নাহিদ হোসেন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেয়৷ উপজেলার পোস্ট অফিস মোড়,মধ্যবাজার ও বাসস্ট্যান্ডে সাধারণ জনগণ ও দোকানদারদের মাঝে ৭ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়৷ লিফলেট বিতরণ শেষে বাস স্ট্যান্ড
মাছ চত্তরে এই কর্মসূচির বক্তারা বলেন,বিগত ১৬ বছর পর এদেশে
ফ্যাসিবাদী সরকারকে কায়েম করা হয়েছে৷ সেই ফ্যাসিবাদীকে রুখে দিতে ছাত্রদের নেতৃত্বে জুলাই-আগস্টে গণঅবস্থান ঘটেছে৷ সেক্ষেত্রে যারা শহীদ ও আহত হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে,বাংলাদেশের বৈষম্য নিরোশনে দুই হাজার ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছে৷ আমরা আর কোন বৈষম্য দেখতে চাই না৷ জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নসহ ৭দফা দাবি জানান তারা৷