সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে স্ত্রী ও শালিকার দায়ের করা মামলা থেকে বাঁচতে মামুন হোসেন (৩১) নামে এক সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম শাহ্পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। শনিবার (১২ আগস্ট) বিকেলে থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন আগে পারিবারিক কলহের জের ধরে মামুনের স্ত্রী বাপের বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হলে তিনি হতাশায় ভুগতে থাকেন। এক পর্যায়ে মামুনের স্ত্রী স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোর্টে মামলা দায়ের করেন। মামলা থেকে বাঁচতে প্রায়ই মামুন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মামুনের শালিকাও থানায় অপর একটি মামলা দায়ের করলে থানা পুলিশ শুক্রবার মামুনের বাড়ি গিয়ে তার খোঁজ করে। এরই জের ধরে রাগে, দু:খে ও ক্ষোভে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মামুন তার ৯ বছর বয়সের ছেলে দোকানে পাঠিয়ে নিজের শোবার ঘরের আড়ের সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।