
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা
প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরে দীর্ঘদিন ধরে প্রচলিত রাম নবমীর উৎসব অঞ্চলের বাসিন্দাদের সার্বজনীন উৎসব হয়ে উঠেছে। এ উপলক্ষে মন্দিরটিকে ঘিরে জুড়ে বসেছে গ্রামীণ মেলা।
আজ রোববার ভোরে পূজা-অর্চনার পর মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এরপর ভক্ত, দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করেন। দুপুরে ও রাতে অন্নভোগ ছাড়াও ভক্তদের জন্য দিনভর পদাবলী কীর্তন ও রামের ভজন সঙ্গীতের আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে।
হাজার হাজার মা-বোনদের ঘিরে প্রতি বছরের ন্যায় এই বছরও শান্তিপূর্ণভাবে ভগবান রামচন্দ্রের জন্মতিথি ও রামনবমীর উৎসব পালন করা হচ্ছে৷
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, পূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে পালন করতে প্রশাসনিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।