সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁ মহাদেবপুরে শুভ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল ২০ইং জুন রোজ মঙ্গলবার শিবগঞ্জ মোড় শিব বিগ্রহ মন্দিরে শুভ সূচনা শুরু হয়৷ রথযাত্রা উদ্বোধন করেন বাবু তাপস কুমার ঘোষ,উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান জনাব, আহসান হাবীব ভদন, সদর ইউপি চেয়ারম্যান জনাব, সাঈদ হাসান তরফদার শাকিল, থানা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব, অজিত কুমার মন্ডলসহ হিন্দু মহা ঐক্য জোটের সদস্যবৃন্দরা৷ ফিতা কেটে উদ্বোধন করার পর এটি নিয়ে যাওয়া হয় উপজেলা চত্বর দিয়ে পোস্ট অফিস মোড় তারপর ওখান থেকে বকের মোড় চারমাথা মাথায় নিয়ে আসা হয় এবং বিকেলে শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দিরে নিয়ে যাওয়া হয়৷ শতশত মা-বোনদের ভিড়ে আনন্দমুখরে অনুষ্ঠানটি হয়৷