সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার (২৭জুলাই) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়৷ এ সময় দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়৷ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাউসার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগের সদস্য নূরানী আলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান সাইদ হাসান তরফদার শাকিল, যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, আহসান হাবীব, তনু কুমার দেব, তাপস সরদার প্রমুখ। এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সংগঠনটির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালী বের করে।