সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত দিনব্যাপী এ ডিজিটাল মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপি চেয়ারম্যান জনাব, সাইদ হাসান তরফদার শাকিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ খুরশিদুল আলম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার মোঃ মমরেজ আলী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুলতান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানসহ অতিথিগণ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।