Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশনওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি ঋণ মেলা ২০২৪ অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি ঋণ মেলা ২০২৪ অনুষ্ঠিত

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় কৃষি অফিসের আয়োজিত কৃষি ঋণ মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ’উপলক্ষে বুধবার উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো.সোহেল রানা,  সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিভিন্ন ব্যাংকের দেয়া স্টল ঘুরে দেখেন এবং ঋণ সহজীকরণ বিষয়ে উদ্বুদ্ধকরণ করেন। এর পর
উপজেলা হলরুমে সাংবাদিক,শিক্ষক,রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা,অফিসারগণ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মো.আরিফুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রতিনিধিদের কথা শোনেন এবং গঠনমূলক বক্তব্য প্রদান করেন। মত বিমিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাব্ন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ জনগন এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। মহাদেবপুরের মডেল স্কুল মোড়ে ট্রাক অপসারণ, পোস্ট অফিস মোড় সংস্কার, শিল্প পার্ক স্থাপন, জলবদ্ধতা,কোয়ালিটি এডুকেশন জোড়দারসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে মতবিনিময় সভায়।

সুমন কুমার ঘোষ
সুমন কুমার ঘোষ
নওগাঁ জেলা প্রতিনিধি। মোবাইলঃ ০১৩০৩-৩৬২১৩৫
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments