
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সভায় সাইদুর রহমান সভাপতি ও রিপন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের বিশ্বাস স্কয়ারের দ্বিতীয় তলায় এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় আলোচনা পর মেয়াদ শেষ হওয়ায় আগের কমিটি ভেঙ্গে দিয়ে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নারায়ন চন্দ্র দাস নান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক ময়জুল হক, প্রচার সম্পাদক উত্তম কুমার, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু মহন্ত, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, অনিক, আব্দুস সোবহান বিপ্লব ও হাসান মাহমুদ।
সমিতির উপদেষ্টা হয়েছেন আতাউর রহমান, ফয়জার রহমান, আব্দুর রাজ্জাক মজু, নজরুল ইসলাম ও আতাউর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক।প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি যতিশ চন্দ্র, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, প্রচার সম্পাদক রাসেল সরদার, ক্রীড়া সম্পাদক মোস্তাকিন মোস্তাক ও সদস্য মোজাহারুল ইসলাম।
উপজেলা শাখার সভাপতির অনুপস্থিতিতে সাধারণ সম্পাদক সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
সভায় সমিতির বার্ষিক রিপোর্ট ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
বক্তারা উত্তরের জেলা নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও মাঝারি ইঞ্জিনিয়ারিং খাতে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।