সুমন কুমার বুলেট নওগাঁ
জেলা প্রতিনিধিঃ
মহাদেবপুর উপজেলার সদর বাসস্ট্যান্ড সংলগ্ন মাতাজি রোডে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার আনোয়ার হোসেন এর মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা ও সারতা নোমানিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। সোমবার দুপুরে নিজ বাড়ির অদূরে বালুকাপাড়া মন্ডবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি অটো চার্জার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।