সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর রাণীনগর উপজেলায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর ফসলের মাঠ থেকে স্বপন আকন্দ (৩৯) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষক স্বপন আকন্দ জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। তার বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামের বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর সকাল সাত টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে তারা খবর পান গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের মরদেহ পড়ে আছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।