সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর সাপাহার উপজেলাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকার বালিয়া দিঘী গ্রামের নিজ বাড়ি থেকে রেজাউল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী সায়মা খাতুনকে (৪৪) গ্রেপ্তার করা হয়।
গত ৩০ আগস্ট রাতে সাপাহারের আশড়ন্দ বাজার থেকে সাপাহার জামায়াত শাখার সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং জামায়াত নেতাকে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে, ৩১ আগস্ট তার মৃত্যু হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ দেব জানান, পুলিশের বিশেষ অভিযানে রেজাউল ও তার স্ত্রী সায়মাকে গ্রেপ্তার করা হয়েছে। রেজাউলের বিরুদ্ধে ৪টি ডাকাতির মামলাসহ মোট ৬টি মামলা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।