
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার ধামইরহাটে র্যাবের বিশেষ অভিযানে কষ্ঠিপাথরের একটি মূর্তিসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল, কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পিপিএম এর নেতৃত্বে উপজেলার বেনিদুয়ার গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কষ্ঠিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন—জয়জয়পুর গ্রামের ছয়ফুদ্দিনের ছেলে মাহমুদুল ইসলাম ও দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম।
উদ্ধারকৃত কষ্ঠিপাথরের মূর্তিটি প্রাথমিকভাবে অতি মূল্যবান প্রত্নসম্পদ বলে ধারণা করছে র্যাব। এ বিষয়ে নিশ্চিত হতে মূর্তিটি পরীক্ষার জন্য পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে।
র্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।