
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা দেউলিয়া গ্রামে
থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ২’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার দেউলিয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে মো. হাশেম রেজা (৪২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন রাত আনুমানিক সোয়া ১ টার দিকে বদলগাছী থানার এস আই মনিরুল ইসলাম ও আব্দুল আলিমসহ সক্রিয় ফোর্স উপজেলার দেউলিয়া গ্রামে আটককৃতর বসতবাড়ির সামনে থেকে একটি বাজার করা ব্যাগে ৩ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী হাশেম রেজার কাছে থেকে ৩ কেজি ২’শ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।