সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডে (মাছ চত্বর)বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে বিগত ২০০৬ সালে আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে ও খুনিদের
শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনষ্ঠিত হয়েছে। সোমবার(২৮অক্টোবর) বিকেলে উপজেলা সদরের বাস স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, সাবেক আমির শহিদুল ইসলাম ফারুকী, জামায়াতে ইসলামী মাহাদেবপুর উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ
মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা
কর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।