সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মহাদেবপুরে দিনব্যাপী পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় কৃষক মাঠ স্কুলের কৃষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মেহেদুল ইসলাম।
কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুব আলম চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মো. আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মা’আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আমিনুল ইসলাম এবং কৃষক মো. ইলিয়াস হোসেন।
কর্মশালায় পাটচাষের আধুনিক কৌশল, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন ও কৃষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।