সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গৌছমারা পূর্বপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে আল আমিন (৩৮) ও একই এলাকার মো. মালো মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৫)। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নওগাঁ থেকে সিএনজি যোগে বহন করে মহাদেবপুরের দিকে নিয়ে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বোয়ালমারি মোড় নামক স্থানে অভিযান চালিয়ে সিএনজিতে থাকা আল আমিন ও আনোয়ার হোসেনের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। তারা দীর্ঘদিন যাবৎ ওইসব অঞ্চল থেকে গাঁজা নিয়ে এসে নওগাঁর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।