সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার রানীনগর উপজেলায় গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। আজ (রোববার, ২৫ মে) সকাল ৯টা থেকে উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া ১১ পদাতিক ডিভিশন ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।
এ কার্যক্রমে মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ, চর্ম ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেন। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেয়া হয়। দিনব্যাপী প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা নিতে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। ফ্রিতে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি অসহায় এসব মানুষ।
আবাদপুকুর গ্রামের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ মোসলেম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন থেকে চোখের সমস্যা। চোখে ঝাপসা দেখা যায়। চিকিৎসককে দেখানো হলে অপারেশন করতে ২০ হাজার টাকার খরচ হবে বলে জানায়। টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। তবে সেনাবাহিনীর এখানে ফ্রিতে চিকিৎসা নিলাম এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। পরবর্তীতে আবার দেখবে বলে জানায়।'
উপজেলার সিংঙ্গা গ্রামের দিনমজুর আব্দুল গফুর। তিনি ৩ কিলোমিটার দূর থেকে এ ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছেন।
তিনি বলেন, 'বেশকিছু দিন থেকে কোমরের সমস্যা। সেনাবাহিনী ফ্রিতে চিকিৎসাসেবা দিবে শুনে এসেছি। লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ডাক্তার দেখানো পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা সময় লেগেছে। ভাল সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়েছি। ওষুধ খাওয়ার পর দেখা যাবে কতটুকু সুস্থ হলাম।'
বগুড়া ক্যান্টনমেন্টের অধিনায়ক (সিও) লে. কর্নেল রাকিব উদ্দিন মজুমদার বলেন, ‘সকাল ৯টা থেকে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী প্রায় দেড় হাজার অসহায় মানুষ চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি ৩০ ধরনের ওষুধ ফ্রি দেয়া হয়।’
অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।